আমার জীবনে নারীর প্রভাবই বেশি

Kolkata: Bollywood actor Shah Rukh Khan speaks at the launch of the coffee-table book "Shades of Bengal" in Kolkata on Monday. PTI Photo by Ashok Bhaumik (PTI1_11_2016_000197A)

‘তুমি সুন্দর, কারণ তুমি মেয়ের মতো লড়াই করো…।’ একটি অনুষ্ঠানে মেয়েদের জন্য নিজের লেখা এই কবিতা পড়লেন শাহরুখ খান। আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তার জন্য এখনও মেয়েদের কুছ কুছ হোতা হ্যায়।

সম্প্রতি হওয়া অনুষ্ঠানটি ছিল গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই প্রকাশের। এই বইটিতে বিভিন্ন ক্ষেত্রের সফল ২৪ জন নারীর কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ বলেন, তার জীবনের আগাগোড়াই নারীময়। জীবনের ছাঁচটাই গড়ে দিয়েছেন নারীরা।

প্রথমে ঠাকুমা, এখন মেয়ে। আর এই দুইয়ের মাঝে স্ত্রী, পাড়ার মাসি-পিসি, দিদি আর তার ছবির নায়িকারা। বাদ যাননি সেই সব নারী পরিচালক যাদের সঙ্গে তিনি কাজ করেছেন। এমনই তথ্য জানালেন বলিউডের এই তারকা।

শাহরুখ বলেন, ‘আমি আজ যা হয়েছি তার একশো শতাংশই নারীদের অবদান। ওদের বাদ দিয়ে আমি এর অর্ধেক কৃতিত্বও অর্জন করতে পারতাম না।’

তার জীবনের সেই সব নারীকে নিয়ে একটি বই লেখার ইচ্ছার কথাও জানিয়ে দিলেন বলিউড বাদশা।

ad

পাঠকের মতামত