মুখ খুললেন মমতা কুলকার্নি
মমতা কুলকার্নি। এক সময় বলিউডের পর্দা কাপিঁয়েছেন তিনি। হঠাৎই রুপালি পর্দা থেকে উধাও হয়ে যান। আবারও খবরের শিরোনাম হন। তবে নায়িকা হিসেবে নয়, ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীর স্ত্রী হিসেবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা জানিয়েছেন, মিডিয়া ভিকিকে তাঁর স্বামী বলে খবর করা হয়। কিন্তু তা সত্যি নয়। এমনকী ড্রাগ চক্রের সঙ্গে কোনোভাবে আমি যুক্ত নই। বরং মাদককে ঘৃণা করি।
মমতা আরও জানান, বলিউডে যাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। শুধু মায়ের উচ্চাভিলাষ পূরণ করার জন্যই অভিনয় করতে হত। একটা সময় মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়ি।
পুলিশের ভাষ্য, মানসিক অবসাদগ্রস্থ থেকেই অন্ধকার জগতের সঙ্গে বেশি করে জড়িয়ে পড়েন মমতা। গত জুন মাসে থানে পুলিশের তদন্তে উঠে আসে স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত মমতা কুলকার্নিও।