ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় করিনা: জয়া আহসান

দুই বাংলাতেই এখন জনপ্রিয় নায়িকা জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও এখন পরিচিত মুখ তিনি। কলকাতার সিনেমা ‘রাজকাহানী’ তে বিতর্কিত দৃশ্যে অভিনয় করে বেশ আলোচনায় আসেন জয়া।

তবে গল্পের প্রয়োজনে এসব দৃশ্যে অভিনয়ে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নায়িকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জয়া আহসান।

অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় জয়ার। একই পরিচালকের ‘ঈগলের চোখ’-এ অভিনয় করছেন তিনি।

এতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এসব দৃশ্য নিয়ে ফের বিতর্ক হতে পারে বলে ভয় হয় না? এমন প্রশ্নে জয়া বলেন, নাহ! অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত, সেগুলো করতে আমার কোনওদিন ভয় করবে না। যদি গল্পের খাতিরে ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তাহলে কেন করব না! আমি যখন যে কাজটা করি, মন দিয়ে করি। যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা দিয়েই করব। যেদিন আর ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো সম্পূর্ণ অন্য কিছু করা শুরু করব। কিছুই বলা যায় না।

কলকাতার পরিচালক সৃজিতের সঙ্গে প্রেমের বিষয়ে নায়িকা বলেন, আমায় কেউ জিগ্যেস করলে কোনও কমেন্টই করি না। আসলে আমি খুব বোরিং ধরনের মানুষ। না নিজের ব্যাপারে গসিপে কান দিই, না অন্য লোকের ব্যাপারে। অনেকে আমায় ‘এই শোন কী হয়েছে’ বলে অনেক গল্প বলতে আসে। কিন্তু আমি খুব ভ্যাবলার মতো তাকিয়ে থাকি।

ভবিষ্যতে বলিউডে কাজ করার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নে জয়া বলেন, নিজে থেকে কোনওদিন চেষ্টা করব না। তবে সুযোগ এলে অবশ্যই কাজ করব।

ad

পাঠকের মতামত