এতোদিনে ফেসবুকে এলেন ক্যাটরিনা
অবিশ্বাস্য হলেও এতদিন ফেসবুকে ছিল না ক্যাটারিনা কাইফের অফিসিয়াল পেজ। ৩৩ তম জন্মদিনে (১৬ জুলাই) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক হলো এ বলিউড অভিনেত্রীর।
অন্য সবার মতোই ফেসবুক নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্যাটরিনা। প্রোফাইল পিকচার হিসেবে রেখেছেন সাদা-কালো ছবি। আর কাভার পিকচারে বেছে নিয়েছেন রঙিন ছবি। যেখানে ক্যাটরিনার পেছনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত।
পাশাপাশি শেয়ার করেছেন কয়েক সেকেন্ডের ভিডিও। ‘লেটস ডু দিস!’ ক্যাপশনের ওই ভিডিওতে দেখা যায় ঘর থেকে সমু্দ্র সংলগ্ন বারান্দায় হেঁটে যাচ্ছেন ক্যাট। সব মিলিয়ে বোঝা যাচ্ছে ফেসবুক ভালোই উপভোগ করছেন ‘ফিতুর’ তারকা।
ক্যাটরিনার ফেসবুক অভিষেকে দারুণ খুশি তার ভক্তরা। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ক্যাট পেয়ে গেছেন ৩৬ লাখের বেশি অনুসরণকারী।