‘সে শুধু আমাকেই ভালোবাসতে চায়’

ay--‘কৃষাণ আমার দেখাশোনা এবং যত্ন করছে। আমি এত মিষ্টি একটি মেয়ে যে, সে শুধু আমাকেই ভলোবাসতে চায়। বিয়ের পর থেকে সে আমাকে চা বানিয়ে খাওয়ায়। যদিও এটি গ্রীণ টি কিন্তু খুব সুন্দর।’

বিয়ের পর বিশেষ দেখাশোনা সম্পর্কে হাসতে হাসতে এভাবেই কথাগুলো বলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

গত ১০ জুলাই প্রেমিক কৃষাণ ভিরাজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন । তবে শোনা যাচ্ছে, শুধু বাগদান নয় সেদিন বিয়ে করেছেন শ্রাবন্তী।

এদিকে বিয়ের পর ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তার বর্তমান সময় সম্পর্কে বর্ণনা দিয়েছেন শ্রাবন্তী। তার বিয়ে হয়েছে বিষয়টি তিনি বিশ্বাস করতে পারছেন না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার বিয়ে হয়েছে। আমার কাছে পুরো বিষয়টি রূপকথার মতো মনে হচ্ছে। আমি বলতে গেলে ঘোরের মধ্যে আছি।’

তিনি আরো বলেন, ‘আমি সবচেয়ে অবাক হয়েছি যখন কৃষাণ আমার বাবা-মাকে ‘মা-বাবা’ বলে সম্বোধন করেছে। এতদিন সে তাদের আংকেল-আন্টি বলেই ডাকত। এবং আমার ছেলে ঝিনুক (অভিমন্যু) তার সবচেয়ে ভালো বন্ধু। আমার পরিবারের প্রতি কৃষাণের ভালোবাসার এই বিষয়গুলো আমি খুব পছন্দ করি। আর এটিই তার প্রতি আমার আকর্ষণ আরো বাড়িয়ে দেয়।’

আজ থেকে ডান্স বাংলা ডান্স জুনিয়রের শুটিং শুরু করবেন শ্রাবন্তী। এরপর আগামী ২০ জুলাই হানিমুনে মুম্বাই উড়ে যাবেন এ জুটি।

ad

পাঠকের মতামত