পটলকুমার গানওয়ালা, ভুতু, গোয়েন্দা গিন্নী বন্ধ

tollygunge-serial-shootingবাঙালি দর্শকদের পর্দায় চুম্বকের মতো টেনে রাখা জি বাংলা ও স্টার জলসার সিরিয়াল পটলকুমার গানওয়ালা, ভুতু ও গোয়েন্দা গিন্নী বন্ধ হয়ে গেছে। বন্ধের তালিকায় রয়েছে কিরণমালাসহ আরও কয়েকটি সিরিয়াল।

টেকনিশিয়ানদের কর্মবিরতিতে জনপ্রিয় দশটি মেগা সিরিয়ালের শুটিং বন্ধ । দীর্ঘদিন ধরে বাকি থাকা ওভারটাইমের টাকা না দেয়ায় টেকনিশিয়ানরা দশটি সিরিয়ালের কাজ বন্ধ করে দিয়েছে।

বন্ধ হয়ে যাওয়া দশটি সিরিয়ালের মধ্যে রয়েছে টিআরপিতে এগিয়ে থাকা পটলকুমার গানওয়ালা, ভুতু, গোয়েন্দা গিন্নীর মতো বেশকয়েকটি জনপ্রিয় সিরিয়াল। বুধবার থেকেই এসব সিরিয়ালের কাজ বন্ধ হয়ে গেছে।

ওভারটাইমের টাকা না দেওয়ার জন্য নাম করা কয়েকটি প্রোডাকসন হাউসের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে টেকনিশিয়ানরা। এরমধ্যে রয়েছে ভেঙ্কটেশ ফিল্ম, সুরিন্দর ফিল্মস, রাজ চক্রবর্তীর প্রোডাকসন হাউস। টেকনিশিয়ান্স গিল্ডের তরফে জানানো হয়েছে, সমস্যার সমাধানে কথা বলতেও আগ্রহী নয় প্রোডাকসন হাউসের মালিকরা।

ad

পাঠকের মতামত