মালদ্বীপে সময় কাটাচ্ছেন মালাইকা
মালাইকা আরোরা খান। বলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকাদের একজন তিনি। বিভিন্ন আইটেম গানে তার শরীরী জাদুতে দর্শকদের হৃদয় কাঁপান হরহামেশাই।
বর্তমানে মালদ্বীপে ঈদের ছুটি কাটাচ্ছেন মালাইকা। সঙ্গে আছেন তার ছেলে আরহান খান। সেখানে তিনি যে খুব ভালো সময় কাটাচ্ছেন তা বলছে ইনস্টাগ্রামে পোস্ট করা তার ছবি। বিকিনি পরা মালাইকার ছবি দেখে এরই মধ্যে সবার চোখ কপালে।
এছাড়া সমুদ্রের নিচে এবং ছেলের সঙ্গে কাটানো তার মজার মুহূর্তগুলোর ছবিও পোস্ট করেছেন মালাইকা।
মাঝে আরবাজ খানের সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে আলোচনায় ছিলেন মালাইকা। তবে শোনা যাচ্ছে এ দম্পতির মধ্যে বরফ নাকি গলতে শুরু করেছে। কারণ ঈদে খান পরিবারের সঙ্গে দেখা গেছে মালাইকাকে।