সানির ‘বেইমান লাভ’-এ কাঁপছে ইউটিউব (ভিডিও)
সানি লিওন। নাম শুনলেই ভক্ত আর দর্শকদের হৃদয়ে ঝড় উঠে যায়। এক সময়কার এই পর্নোস্টার এখন বলিউডপাড়া কাঁপিয়ে তুলছেন রীতিমতো। এখন সানি মানেই সিনেমায় ভিন্ন ধরনের দৃশ্যের অবতারণা। সানি মানেই সিনেমায় থাকবে রগরগে দৃশ্য। তার আগের সব সিনেমা তারই প্রতিফলন।
আগামী আগস্টে আবারও দর্শক হৃদয়ে শিহরণ তুলতে আসছেন সানি। আগস্টে মুক্তি পাবে সানি অভিনীত নতুন সিনেমা ‘বেইমান লাভ’। সিনেমার ট্রেলারটি ইতিমধ্যেই বেশ আলোড়ন ফেলেছে। সিনেমায় ভালোবাসার মাধ্যমে প্রতারণার আশ্রয় নিতে দেখা যাবে সানিকে। তিনি মূলত প্রেমকে পুঁজি করে ব্যবসা করেন।
রোম্যান্টিক থ্রিলার ফিল্ম আগামী ৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা। রাজীব চৌধুরী পরিচালিত এই ছবিতে সানির বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেতা রজনীশ দুগ্গলকে। যিনি এর আগেও ‘এক পহেলি লীলা’ ছবিতে সানি লিওনের বিপরীতে কাজ করেছেন।
এছাড়া সিনেমায় অভিনয় করেছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার।
https://youtu.be/ihMSnZKah5k