প্রেমিকের সাথে বাগদান সারলেন শ্রাবন্তী

H3twpIYwF1ucবন্ধুদের মাধ্যমে পরিচয় মডেল কৃষাণ ভিরাজের সাথে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। এরপর কথা আস্তে আস্তে মন দেয়া-নেয়া। এক বছর সম্পর্ক থাকার পর সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নিয়ে প্রেমিক কৃষাণ ভিরাজের সঙ্গে বাগদান সেরে নিলেন টালিগঞ্জের এই নায়িকা।

আগে থেকে জানা গিয়েছিল গত ৮ জুলাই তাদের বাগদানের দিন ধার্য করা হয়েছে। তবে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে আগামী বছর। তার এ বাগদান পর্বে উপস্থিত ছিলেন টলিউডের তারকারা। শ্রাবন্তীর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তারা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে কৃষাণের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রাবন্তী। এর আগে তার বাগদান নিয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘৮ জুলাই আমার বাগদান। পরিবার সব আয়োজন করবে। সকালে বাড়িতে পূজা হবে, এদিন বাবার কিনে দেওয়া লাল শাড়ি পরব।’

বাগদান শেষে দুজন মিলে ইউরোপ ভ্রমণে যাবেন বলে জানিয়েছেন শ্রাবন্তী।

ad

পাঠকের মতামত