359244

সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সাকিব

খেলাধূলা ডেস্ক।। সংবাদ সম্মলনে আসছেন ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য শাস্তি পাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন।

রোববার (১৩ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোহামেডান কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট- ডিপিএলের ম্যাচে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মোহামেডান জানিয়েছে, নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসছেন দলটির অধিনায়ক সাকিব।

মোহামেডান জানিয়েছে, আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আনা অভিযোগ ও শাস্তিসহ অন্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও ক্লাবের মতামত প্রদান করবেন।

ডিপিএলে ৮ ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে ঐতিহ্যবাহীয় দলটি। ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে টেবিলের চতুর্থ স্থানে।

তিন ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ায় রাউন্ড রবিনের শেষ ম্যাচে খেলতে পারবেন সাকিব।

মোহামেডান যদি তাকে ছাড়াই তিন ম্যাচ জিতে সুপার লিগে কোয়ালিফাই করে সেক্ষেত্রে সাকিবের সুপার লিগে খেলাও হবে।

১১ ম্যাচ পরেই নির্ধারিত হবে সুপার লিগের সেরা ছয় দল।

 

ad

পাঠকের মতামত