349129

মালয়েশিয়ায় হালাল মাস্ক তৈরি করছেন বাংলাদেশি উদ্যোক্তা

মায়েশিয়ায় হালাল মাস্ক তৈরি করছেন বাংলাদেশি উদ্যোক্তা ওয়াহেদুর রহমান। আর এই মাস্ক তৈরির কাঁচামাল নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। হাউজেনিয়া নামের এই মাস্কটির নমুনা বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে পাঠান তিনি।

ওয়াহেদুর রহমানের পক্ষে হাউজেনিয়ার প্রতিনিধি মাঈনুদ্দিন খোকন বাণিজ্যমন্ত্রীর কাছে এ মাস্কের নমুনা হস্তান্তর করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মাস্ক হস্তান্তরের সময় মাঈনুদ্দিন খোকন জানিয়েছেন, হাউজেনিয়া সম্পূর্ণ হালাল মাস্ক। এর কাঁচামাল, উৎপাদন পদ্ধতি পুরোটাই হালাল। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে এটি বাজারজাত করা হচ্ছে। এটি মালয়েশিয়া সরকার অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত।

ওয়াহেদুর রহমান মালয়েশিয়ায় বাংলাদেশের কাঁচামাল দিয়ে শিল্পকারখানা গড়ে তুলেছেন। তিনি হালাল ফুড তৈরির জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে পাঁচশ কোটি টাকা মূল্যের কৃষিপণ্য ও বেভারেজ আমদানি করে থাকেন। মালয়েশিয়ায় স্থাপিত কারখানায় বাংলাদেশের প্রায় এক হাজার ২০০ কর্মী কাজ করার সুযোগ পাচ্ছেন।

ad

পাঠকের মতামত