348753

নাটোরে সাতদিন না খেয়ে ম্যারাডোনার মৃত্যুশোক পালন ভক্তের!

নাটোরের বাগাতিপাড়ায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে খাওয়া দাওয়া বন্ধ করে সাতদিনের শোক পালন করছেন এক মুদি দোকানদার। রুহুল আমিন সরকার বাবু নামে ওই ব্যক্তি কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা উত্তোলন করেন। বুধবার (২৫ নভেম্বর) থেকে তিনি এই শোক পালন কর্মসূচি নিয়েছেন।

সরেজমিন সোমবার গিয়ে দেখা যায়, রুহুল আমিন সরকার বাবু কালো ব্যাজ ধারণ করে রয়েছেন। তার দোকানে প্রিয় ফুটবলারে মৃত্যুতে সাতদিনের শোক পালনের ব্যানার, কালো পতাকা উত্তোলন এবং আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছেন। একই সঙ্গে সবার ওপরে বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করে রেখেছেন। এ সময় তার সঙ্গে কথা হয়।

রুহুল আমিন সরকার বাবু জানান, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাতদিন শোক পালনের সিদ্ধান্ত নেন। এদিন থেকে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন। মঙ্গলবার দুপুরে ম্যারাডোনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শোক পালনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, দোকানি বাবু ম্যারাডোনা ভক্ত। তিনি প্রত্যেক বিশ্বকাপের সময় দোকান থেকে তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার আর্জেন্টিনার পতাকা টানান। এছাড়াও আর্জেন্টিনার ম্যাচের দিনে তিনি দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন। ম্যারাডোনার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন

ad

পাঠকের মতামত