348626

এনায়েতুল্লাহ আব্বাসীকে ধন্যবাদ দিলেন মামুনুল হক

ভাস্কর্য ও মূর্তি একই বিষয়, এর মাঝে কোনও পার্থক্য নেই। কওমি মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই দাবি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হচ্ছে।

এ বিষয়ে সরকার দলীয় নেতাকর্মীদের পক্ষের যুক্তি বিশেষ করে, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেয়া সম্প্রতি এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মাওলানা মামুনুল হক দেশের সুন্নিয়তপন্থী হিসেবে পরিচিত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ও মাওলানা গিয়াসুদ্দীন তাহেরীসহ অন্যদের বক্তব্য দেয়ার আহ্বান জানান।

তার ফেসবুক ভেডিফাইড পেজে এই আহ্বান জানানোর পর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী তার প্রতিক্রিয়ায় বলেন, ভাস্কর্যের পক্ষে সুন্নীতো দূরে থাক ফাসেক মুসলমানেরও সমর্থন থাকতে পারে না।
সেজন্য আজ (রোববার) মাওলানা মামুনুল হক ফেসবুক পেজে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে ধন্যবাদ দিয়ে পোস্ট দেন।

তিনি লিখেন, ‘জাযাকুমুল্লাহ ! মুহতারাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবেকে ধন্যবাদ জানাই। এভাবেই ক্ষুদ্র ভেদাভেদের উর্দ্ধে উঠে খালেছ তাওহীদপন্থী সকল ঈমানদারের এককাতারে দাড়ানো এখন সময়ের বড় দাবি । আমরা যদি হাতে হাত রেখে এগুতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে’।

ad

পাঠকের মতামত