348396

গ্রেপ্তারকৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দাবি জানিয়েছেন মামুনুল হক

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে বাদানুবাদেপ পুলিশে হাতে গ্রেপ্তারকৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়ে একথা জানান।
তিনি বলেন, ‘শিরকের প্রতীক মূর্তির বি’রুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাঁড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে৷

তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি৷ এই সাহসী জনতাকে স্বশ্রদ্ধ সালাম! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নির্যাতনের দৃশ্য জাতি দেখেছে৷ বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ২৪ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে৷ এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক৷ দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপের প্রতীক্ষায় রইলাম৷’

অপরদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশ মুখে দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সকাল থেকে তারা বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা মামুনুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ad

পাঠকের মতামত