348126

চীনে সন্তান জ;ন্ম দিলে আর্থিক সহায়তা দেবে সরকার

চীনে কোনো দ;ম্পতি যদি আরো স;ন্তান নিতে চায় তাদের তাদের সহায়তা দেবে চীনা সরকার। সম্প্রতি চীন সরকার জনসংখ্যা বাড়ানোর প;রিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বব্যাপী কো;ভি;ড-১৯ এর কারণে ব্যা;প;ক ক্ষ;;তি হয়েছে। চীনেও মা;;;রা;;ত্ম;ক বি;;প;;র্য;;য় ডেকে এনেছে ক;রোনা।

চীনে বয়স্ক লোকজনের সংখ্যা বাড়ছে। সে কারণেই জনসংখ্যা বৃদ্ধির দিকে দৃষ্টি দিচ্ছে সরকার। চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে বয়স্ক জনসংখ্যা বাড়ছেই। এই স;মস্যা সমাধানের জন্য শিশু জ;ন্মে;র ওপর জো;র দেওয়া হচ্ছে।

চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং একই সঙ্গে অন্যান্য দেশের মতো চীনও এখন পর্যন্ত ক;রোনার প্র;কো;প থেকে মু;ক্ত হতে পারেনি। তবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত চীনে ক;রোনা ভা;ইরাসের কারণে সাড়ে চার হাজারের বেশি মানুষ মা;;রা গেছে। যা অনেক দেশের চেয়েই কম।

বর্তমানে চীন সেই সব দ;ম্পতিদের আর্থিক স;হায়তা দিতে চলেছে যারা আরও শিশুর জ;ন্ম দিতে চাচ্ছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনা পপুলেশন অ্যা;সোসিয়েশনের সহ-সভাপতি ই;উয়ান জানিয়েছেন, জনসংখ্যা-সম্পর্কিত একটি উন্নত নী;তি চালু করা হবে।

১৯৭৮ সালে চীন ‘এক সন্তান’ নী;তি ঘোষণা করেছিল। এই নীতি ল;ঙ্ঘ;ন;কা;রী দ;ম্পতিদের জ;রিমানাও করা হয়। এমনকি তাদের চাকরিও কে;;ড়ে নেওয়া হয়। প্রচুর পরিমাণে গ;র্ভ;পা;ত;ও করা হয়েছিল। সে সময়, চীনের লক্ষ্য ছিল দেশের দা;রিদ্র্য হ্রা;স করা। কারণ চীনে জনসংখ্যা দ্রু;ত বৃদ্ধি পাচ্ছিল। ২০১৫ সালে চীন এক্ষেত্রে ছাড় দেয় এবং লোকজনকে দ্বিতীয় স;ন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়।

চীনের একাডেমি অব সোস্যাল সাইন্সের বি;শেষজ্ঞ ঝেং বিংওয়েন রয়টার্সকে বলেন, ‘বয়স্ক জনসংখ্যা স্রো;ত স;ক্রিয়ভাবে মো;কাবেলা করার জন্য আমাদের দেশের পরিবার পরিকল্পনা নী;তিগুলো সং;স্কার এবং দ;ম্পতিদের আরও সন্তান গ্রহণের অ;নুমতি দেওয়া প্রয়োজন।’

গত বছরের শেষ দিকের হিসাব অনুযায়ী, চীনে ৬০ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা ২৫ কোটির বেশি। যা দেশের মোট জনসংখ্যার ১৮ ভাগেরও বেশি। –জাগো নিউজ 

ad

পাঠকের মতামত