348104

আরও ৪৩ চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

একধাক্কায় ফের ৪৩ চীনা অ্যাপস নিষিদ্ধ করলো ভারত সরকার। অভিযোগ ভারতের সার্বভৌমত্ব এবং দেশের মানুষের সুরক্ষায় বাধা দিচ্ছে এই অ্যাপগুলো।

এই সময় জানায়, ভারতীয় তথ্য-প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

এসব অ্যাপের ক্রিয়াকলাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা, সুরক্ষা এবং জনগণের শৃঙ্খলায় ক্ষতি করছে বলে অভিযোগ।

কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার অব দ্য মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের রিপোর্ট খতিয়ে দেখেই এই ৪৩টি অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ৪৩টি অ্যাপের মধ্যে রয়েছে অত্যন্ত জনপ্রিয় চীনা অ্যাপ WeWorkChina, AliExpress, CamCard, এবং Snack Video।

এর মধ্যে আবার AliExpress অ্যাপটি চীনা রিটেল-জায়ান্ট Alibaba Group-এর। এছাড়াও এই চীনা সংস্থার আরও বেশ কিছু অ্যাপ রয়েছে AliSuppliers Mobile App, Alibaba Workbench, AliExpress – Smarter Shopping, Better Living, Alipay Cashier ইত্যাদি অ্যাপ।

এর আগে লাদাখ সীমান্তে বিরোধের ঘটনায় চীনের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে কয়েক দফায় টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার ও পাবজিসহ দুই শতাধিক জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

ad

পাঠকের মতামত