347785

এবার নতুন অস্ত্র ‘করোনা চিঠি’, বিশ্বজুড়ে ইন্টারপোলের সতর্কবার্তা

রাজনীতিবিদদের হাতিয়ার করতে ব্যবহার করা হতে পারে করোনা ভাইরাস যুক্ত চিঠি। বিশ্বের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমনটাই সতর্কবার্তা পাঠিয়েছে আন্তর্জাতিক পুলিশ বা ইন্টারপোল।

করোনা ভাইরাসকে জৈব হাতিয়ার রূপে ব্যবহার করার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সতর্কবার্তা পাঠাচ্ছে ইন্টারপোল। এমন হামলা ঠেকাতে একগুচ্ছ গাইডলাইনও জারি করেছে সংস্থাটি।

সেখানে ইন্টারপোল জানিয়েছে, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের মুখে করোনা আক্রান্তদের কাশি দেয়া বা হাঁচি দেয়ার মতো বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। একইভাবে বিভিন্ন জিনিসপত্রের উপর জেনে শুনে সংক্রমণ ছড়ানোর উদ্দেশ্যে লালা ছড়ানো মতো ঘটনা ঘটেছে। আপাতদৃষ্টিতে এসব ঘটনা নিরীহ মনে হলেও, করোনা সংক্রমিত চিঠি পাঠিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট করা হতে পারে।

সূত্র : সংবাদ প্রতিদিন

ad

পাঠকের মতামত