347299

নেগেটিভ হয়ে আইসোলেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলেও সেলফ আইসোলেশনে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও স্বরাষ্ট্রমন্ত্রী সেলফ আইসোলেশনে আছেন এবং ভালো আছেন।

এর আগে শনিবার প্রথমবার পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। পরে সোমবার ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিকে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে।

শরীফ মাহমুদ জানান, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনেরও কোভিড -১৯ ধরা পড়ে।

এদিকে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে। দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

ad

পাঠকের মতামত