345431

সন্তান হিসেবে বাবার সাথে দেখা হতো কারাগারে: প্রধানমন্ত্রী

বিত্তবানদের নিজ এলাকার দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্মিলিতভাবে সবাই কাজ করলে দেশে দারিদ্র্য থাকবে না।

শনিবার (৩১ অক্টোবর) মুজিববর্ষ উপলক্ষে সচিবদের গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গৃহহীন ১৬০টি পরিবারের জন্য ঘরের চাবি হস্তান্তর করেন সচিবরা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সন্তান হিসেবে বাবার সাথে দেখা হতো কারাগারে। খুব অল্প সময়ে আমরা তাকে কাছে পেয়েছিলাম। বাবার স্নেহ ভালবাসা খুব অল্পই আমরা পেয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এক ব্রিটিশ সাংবাদিককে বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবর) বলেছেন, তিনি বাংলার মানুষকে বেশি ভালবেসেছেন। এ দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালবাসা পেয়েছেন। দেশ স্বাধীন হওয়ার জন্য মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন।

ad

পাঠকের মতামত