345169

বিদেশি স্বামীর সন্তানদের দেশে রাখতে পারবেন সৌদি আরবের নারীরা

সৌদি আরবের যেসব নারী ভিনদেশি স্বামী গ্রহণ করে সন্তান জন্ম দিয়েছেন, তাঁদের সন্তানের বিষয়ে নমনীয় হয়েছে দেশটির সরকার।

সৌদি একাধিক গণমাধ্যমে প্রকাশ, বিদেশি স্বামীর সন্তানরা যদি মায়ের সঙ্গে সৌদি আরবে থাকতে চায়, তাহলে সরকার তাদের মায়ের পৃষ্ঠপোষকতা ও কাফালতের মাধ্যমে ‘ইকামা’র (আবাসন) সুযোগ দেবে। সম্প্রতি সৌদি নারীদের ভিনদেশি

স্বামীর সন্তানের বিষয়ে এই আইন পাস করা হয়। খবরে বলা হয়েছে, সন্তান যদি বিদেশে অবস্থান করে তাহলে যেকোনো সময় মা তাকে সৌদিতে নিয়ে আসতে পারবেন।

ad

পাঠকের মতামত