344990

যে কারণে বহু মার্কিনি ভোট দেন না

রিচার্ড ব্রাউন সর্বশেষ ২০০৮ সালে ভোট দিয়েছেন। টেলিভিশনে বরাবরই প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিতর্ক দেখেন তিনি। তার মধ্যে বারাক ওবামার বক্তব্য তার মনে ধরেছিল।

২০১২ সালে তিনি বারাক ওবামাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তিনি মনে করেননি যে, বারাক ওবামা জেতার জন্য তার ভোটটি প্রয়োজন। সে কারণে শেষ পর্যন্ত আর ভোট দেননি।

রিচার্ড বলেন, এটা নির্বোধের আচরণের মতো মনে হলেও, আমি মনে করি, আমার মাত্র একটি ভোট ফল পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে না।

এবার তিনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি মনে করেন, তার ভোটও গুরুত্বপূর্ণ। তবে তার পছন্দের প্রার্থী যে জিততে পারবে, সে ব্যাপারে কোনো ভরসা পাচ্ছেন না।

রিচার্ড বলেন, গত কয়েক বছরে ভোট দেওয়ার ব্যাপারে আমার বন্ধুদের মনোভাবও বদলে গেছে। আমি বাইডেনকে যে অনেক বেশি পছন্দ করি, তা কিন্তু নয়। তবে ট্রাম্পের তুলনায় তাকে বেছে নিচ্ছি। এবার যদি ডেমোক্র্যাটরা হেরে যায়, তাহলে আর নিজেকে দোষ দিতে পারবো না যে- আমি তো ভোট দিতে যাইনি। এর আগে গতবার ভোট দিতে না যাওয়ার জন্য এ ধরনের আক্ষেপ হয়েছে।

রিচার্ড বলেন, আমি মনে করি কোনো একক ব্যক্তির ভোট নির্বাচনের ওপর প্রভাব ফেলে না।রিচার্ডের মতো চিন্তাধারার কারণে বহু মার্কিন নাগরিক ভোট দেওয়ার প্রয়োজনই অনুভব করেন না।

সূত্র : ফাইভ থার্টি এইট

ad

পাঠকের মতামত