345044

পাঁচকোটি ভোটের একটি ভোট এসেছে মহাকাশ থেকে

সপ্তাহখানেক পরে মার্কিন নির্বাচনকে নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ নির্বাচনকে সামনে রেখে আগাম ভোট দিয়েছেন প্রায় পাঁচ কোটি ভোটার। এই পাঁচ কোটি ভোটারের একজন ভোটার ভোট দিয়েছেন মহাকাশ থেকে।

কেট রুবিনস নামে এই মহাকাশচারী ভোট দিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে। নাসা তাদের ভেরিফায়েড টুইটারে ভোটদানের একটি ছবি পোস্ট করেছে।

দুই রুশ মহাকাশচারীর সঙ্গে ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন কেট। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি সেখান থেকে ফিরবেন। তাই স্পেস স্টেশন থেকেই তিনি ভোট দিয়েছেন।

ছবিটিতে দেখা যাচ্ছে, স্পেস স্টেশনের ভেতর একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেট।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও ২০১৬ সালে কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে ১৯৯৭ সাল থেকেই মহাকাশে ভোট দেওয়ার আইন পাস করা হয়েছে।

ad

পাঠকের মতামত