345063

আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে প্রয়োজনে সামরিক শক্তি আরও বাড়ানো হবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, উত্তর-পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও বেশি ক্ষে’পণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলেই আজারবাইজান ও আর্মেনিয়ার অবস্থান। সম্প্রতি এই দুই দেশ যু’দ্ধে জড়িয়ে পড়েছে। তাদের ছোড়া কয়েকটি রকেট ইরান ভূখণ্ডেও আ’ঘাত করেছে।

তিনি আজ (মঙ্গলবার) দেশের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রস্তুতি পর্যালোচনার পর এ কথা বলেন। মুসাভি আরও বলেন, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক সীমানা মেনে চলাকে অত্যন্ত গুরুত্ব দেয় ইরান। দেশের জনগণের শান্তি ও নিরাপত্তাকে রেড লাইন হিসেবে উল্লেখ করেন তিনি।

সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ বলেন, তাকফিরি, দায়েশ ও ইহুদিবাদী স’ন্ত্রাসীরা বিশ্বের সর্বত্রই রয়েছে। যেখানেই তারা যাবে সেখানে সমস্যা ও অনিরাপত্তা সৃষ্টি করবে।

তিনি বলেন, অতীতেও আমরা যেমনটি করেছি আমাদের সীমান্তের কাছে এ ধরণের কোনো স’ন্ত্রাসীর তৎপরতা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে।

পার্সটুডে

ad

পাঠকের মতামত