344846

স্পেনে আবার কারফিউ-জরুরি অবস্থা জারি

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্পেনজুড়ে আবার জরুরি অবস্থা এবং রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই নির্দেশনা জারি করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থার আওতায় স্থানীয়দের আঞ্চলিক ভ্রমণ বন্ধ থাকবে। এছাড়াও, রাত ১১টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি, নতুন বিধিনিষেধ আরোপের জন্য তিনি পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। ন্যূনতম ১৫ দিন থেকে সর্বোচ্চ ছয়মাস মেয়াদে এই জরুরি নীতিমালা প্রয়োগ করা হতে পারে বলে পেড্রো সানচেজ ইঙ্গিত দিয়েছেন।

এর আগে, করোনা সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলা করতে গিয়ে স্পেনে আরোপিত লকডাউন এবং কঠোর বিধিনিষেধ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিল। এদিকে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউরোপের সবদেশই ক্রমে কঠোর বিধিনিষেধ এবং জরুরি অবস্থার আওতায় আসছে। ফ্রান্সে ইতোমধ্যেই প্যারিসসহ আরও অন্তত ১৫ শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। তারপরও, ফ্রান্সে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

ad

পাঠকের মতামত