344909

ইন্টারনেটের গতি কম থাকতে পারে ৫ দিন

আগামী পাঁচদিন রাজধানীসহ সারাদেশে ইন্টারনেটের গতি আগের তুলনায় কিছুটা কম থাকতে পারে। সাবমেরিন ক্যাবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামত কাজের জন্য এই সমস্যা হতে পারে। এ সময় গ্রাহকরা ইন্টারনেটের গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পেতে পারেন।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানায়, আজ (সোমবার) থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামত কাজ চলার কথা। এমনকি আজও রাজধানীর বিভিন্ন এলাকার গ্রাহকরা ইন্টারনেটের গতি কিছুটা কম পেয়েছেন।

দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, ‘দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটির দায়িত্বে রয়েছে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামতের কাজ চলছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। এছাড়া বাকিদের কোন ধরনের সমস্যা হবে না।’

ad

পাঠকের মতামত