344802

করোনা পরীক্ষা করিয়ে ট্রফি দিলেন পাপন

ক্রীড়া প্রতিবেদকঃ বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। নাজমুল একাদশকে সাত উইকেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। এই টুর্নামেন্টের ট্রফি দেওয়ার জন্য আজ রোববার সকালে করোনা টেস্ট করে তবেই মাঠে আসেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আজ রাতে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পর পাপর নিজেই এ কথা জানান। তিনি বলেন, ‘সকাল বেলা ওরা বলল-আপনাকে ট্রফি দিতে হবে। কিন্তু খেলোয়াড়রা তো বায়ো বাবলে (জৈব সুরক্ষিত পরিবেশে) আমি কীভাবে যাই। এরপর সকালেই টেস্ট করালাম আর নেগেটিভ রেজাল্ট পাওয়ার পরই মাঠে আসি।’

এভাবে বায়ো সিকিউর বাবলে টুর্নামেন্ট আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন বিসিবি সভাপতি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরু হয় চলতি মাসের ১১ তারিখ। শেষ হয় আজ রোববার। তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশে ভাগ হয়ে নিজেরা নিজেরাই লড়েছেন টাইগাররা। শেষ পর্যন্ত হাসি নিয়ে ফিরেছে রিয়াদের দল।

ad

পাঠকের মতামত