344320

এক থ্রি-পিসেই ভাঙলো নারীর সংসার, ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা জরি’মানা

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বালিয়া গ্রামের মো. রতন মিয়া দীর্ঘদিন ধরে অনলাইনে থ্রি-পিসের ব্যবসা করেন। তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী কাউলজানি ইউপির বাদিয়াজান গ্রামে। ওই গ্রামের পরিচিত এক নারীর কাছে এক হাজার টাকা বাকিতে থ্রি-পিস বিক্রি করেন তিনি।

সেই টাকা আনতে গিয়েই ফাঁসলেন রতন। টাকা তো পেলেনই না, উল্টো ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে গুণতে হলো ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা। স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয়েছে ওই নারীকেও।সোমবার বিকেলে বাদিয়াজান গ্রামের খালেক পীরের বাড়িতে সালিস বৈঠকে এ সিদ্ধান্ত নেয় স্থানীয় মাতব্বররা।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, তার সঙ্গে রতনের কোনো সম্পর্ক নেই। থ্রি-পিসের টাকা নিতেই বাড়িতে ঢুকেছিলেন রতন।কিন্তু তার কথা না শুনে স্বামীকে তালাক দিতে বাধ্য করেছে স্থানীয় মাতব্বর ও তার শ্বশুরবাড়ির লোকজন।

ভুক্তভোগী রতন জানান, কাজ শেষে রোববার রাতে তিনি ওই নারীর বাড়িতে যান। এরপরই ওই নারীর শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে আটকে সালিস বৈঠক ডাকে।

ad

পাঠকের মতামত