344041

মানুষের ত্বকে ৯ ঘণ্টা সক্রিয় থাকে করোনা

এক নতুন গবেষণায় পাওয়া গেছে মানুষের ত্বকে করোনাভাইরাস প্রায় ৯ ঘণ্টা সক্রিয় থাকতে পারে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাপানের একদল বিজ্ঞানী এ গবেষণার পর ঘন ঘন হাত ধোয়ার তাগিদ দিয়েছেন।

গবেষণা নিবন্ধে জাপানি গবেষকরা বলেছেন, করোনাভাইরাসের তুলনায় ফ্লুর জীবাণু মানুষের ত্বকে মাত্র ১ দশমিক ৮ ঘণ্টা বেঁচে থাকতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর একদিন পর ময়নাতদন্তের নমুনা থেকে ত্বক সংগ্রহ করে গবেষণা পরিচালনা করেছেন জাপানি গবেষকরা। করোনাভাইরাস এবং অন্যান্য ফ্লু ভাইরাস ইথানল প্রয়োগের মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে নিস্ক্রিয় হয়ে যায়।

আর এই ইথানল হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহার করা হয়। সে কারণে মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার হাত ধোয়ার নির্দেশনা দিয়ে আসছে।

ad

পাঠকের মতামত