344089

নভেম্বরে মাঠে দেখা যাবে সাকিবকে

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যেই তিন দলের ওয়ানডে সিরিজ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরেছে। অন্যদিকে ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। পরের মাসেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের ক্রিকেটারদের নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলবেন সাকিব ও মাশরাফি বিন মুর্তজা। নির্বাচকেরা এ দুজনকে রেখেই দল গঠন করছেন। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা মাশরাফি এখনও অনুশীলন শুরু না করলেও সাকিব যুক্তরাষ্ট্রে ঠিকই ঘাম ঝরিয়ে যাচ্ছেন। গতকাল তার ঘাস কাটার ছবি পোস্ট করে স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘এখানে ফিটনেস ধরে রাখার কাজ চলছে’।

উল্লেখ্য, ঘাস কাটার মেশিন দিয়ে ঘণ্টাখানেক কাজ করলে ভালো অনুশীলন হয়। ফিটনেস নিয়েই তিনি বেশি কাজ করছেন। তাছাড়া জাতীয় দলের ট্রেনার সাকিবকে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন। সেগুলো মেনে যুক্তরাষ্ট্রে কাজ করে যাচ্ছেন সাকিব। পাশাপাশি সুবিধা অনুযায়ী স্কিল ট্রেনিংও করছেন। ব্যাটিং, বোলিংয়ের কিছু ড্রিল, যেগুলো ঘরে বা অল্প জায়গার মধ্যে করা যায়, সেসব করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়।

ad

পাঠকের মতামত