343819

ইরানিদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দেবে রাশিয়া

ইরানি পর্যটকদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিচ্ছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন, ইরানের পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা শিগগিরই কার্যকর করা হবে।

শুক্রবার মস্কোয় এক সংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে ২৭ মার্চ এ বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং রাশিয়ার পর্যটন সংস্থা এ চুক্তি বাস্তবায়নের কাজ করবে। খবর আরটির।

তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওই চুক্তিতে সই করেছেন। মারিয়া জাখারভ বলেন, চুক্তি অনুযায়ী ইরানের ৫ থেকে ৫০ জনের একটি পর্যটক দলকে ভিসা ছাড়াই ১৫ দিনের সফরের অনুমতি দেয়া হবে।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এ চুক্তি বাস্তবায়নের দেরি হয়েছে এবং এটি যৌক্তিকও বটে।

ad

পাঠকের মতামত