343689

পাকিস্তানে পৃথক দু’টি হা’মলায় সাম’রিক সদস্যসহ নিহ’ত ২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পৃথক দু’টি হা’মলায় প্রাণ হা’রিয়েছেন নিরা’পত্তা বা’হি’নীর ১৩ জন সদস্য এবং বেসরকারি সংস্থার সাতজন নিরা’পত্তার’ক্ষী। বৃহস্পতিবার ঘ’টনাটি ঘ’টেছে বেলোচিস্তানের গওয়াদর জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানে। প্রথম ঘ’টনাটি ঘ’টে বেলোচিস্তানে।

সেখানে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সাত সদস্য নিহ’ত হন। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বন্দর নগরী গওয়াদার থেকে করাচিগামী একটি সরকারি গাড়িবহরে হা’মলার ঘ’টনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার করাচি থেকে দু’শ ৫০ কিলোমিটার দূরের ওরমারা শহরের একটি মহাসড়কে হা’মলার শি’কার হয় গাড়িগুলো।

এদিকে বেলোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ দাবি করেছেন, হা’মলার ঘ’টনায় ১৫ জন নিহ’ত হয়েছেন। তিনি বলেন, সাত-আটজন হা’মলাকারী রকেট ল’ঞ্চারসহ অন্য ভারি অ’স্ত্র নিয়ে হা’মলা চালিয়েছে। তবে তারা সবাই পালিয়ে গেছে। ল্যাঙ্গোভ জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উন্নয়ন করপোরেশন লিমিটেডের কর্মীদের বহন করা হচ্ছিল ওইসব গাড়িতে। হা’মলায় বেশ কয়েকজন মা’রা’ত্মক জ’খ’ম হয়েছেন।

ad

পাঠকের মতামত