343595

ব্যাগের মধ্যে নবজাতককে পেল পুলিশ

রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে বাজারের ব্যাগে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধারের পর ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক পুলিশ সদস্য তাকে কুড়িয়ে পাওয়ার পর, দায়িত্ব নিয়ে পরম স্নেহে লালনপালন করছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা।

যেন সদ্যভূমিষ্ঠ রক্তমাখা তুলতুলে গড়নের শরীরের এক নবজাতক। বুধবার (১৪ অক্টোবর) বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টের সামনে ফুটপাতে ঝোপের পাশে একটি রক্তমাখা ব্যাগে কাপড়ে মোড়ানো ছিল এই শিশু।

বিকেল ৫টার দিকে শিশুটিকে ফুটপাতের পাশে থাকা ঝোপের পাশে দেখতে পান সড়কে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সমরেশ মণ্ডল। তিনি জানান, শিশুটিকে দেখার পরই উদ্ধার করে নিয়ে যান কুর্মিটোলা হাসপাতালে।

কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পর খিলখেত থানা-পুলিশ খবর পেয়ে নবজাতককে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করে। এরপর শিশুটির দায়িত্ব নেয় হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। পরম স্নেহে লালন-পালন করছেন তারা। শিশুটির নাম রেখেছেন মোহাম্মদ আল হাসান।

ad

পাঠকের মতামত