343438

এবার ভারতকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : জিডিপি নিয়ে খা’রাপ পূর্বা’ভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। আইএমএফ রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে (২০২০) ভারতে জিডিপি-র হার স’ঙ্কু’চিত হতে পারে ১০.৩%। আইএমএফ-এর এই রিপো’র্ট নিয়েই নরেন্দ্র মোদী সরকারকে খোঁ’চা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

রাহুল বুধবার টুইটারে লেখেন, এবার ভারতকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বুধবার আইএমএফ-এর রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে রাহুল টুইটারে লিখেছেন, ”বিজেপির ঘৃ’ণা-ভরা সাংস্কৃতিক জাতীয়তাবাদের ৬ বছরের অসাধারণ অর্জন। এবার ভারতকেও ওভারটেক করবে বাংলাদেশ।”

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা বিশ্ব ব্যাঙ্ক ভারতের অর্থনীতি যতটা ধা’ক্কা খাবে বলে আশ’ঙ্কা করছে, পরি’স্থিতি তার থেকেও খা’রা’প হওয়ার ই’ঙ্গিত আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর রিপোর্টে। এইএমএফ-এর রিপোর্টে দাবি, চলতি বছরে (২০২০) ভারতে জিডিপি-র হার স’ঙ্কু’চিত হতে পারে ১০.৩%। বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ছিল এই অর্থবর্ষে (২০২০-২১) ৯.৬% সঙ্কো’চনের। শীর্ষ ব্যাঙ্ক আরবিআই-এরও প্রায় তা-ই, ৯.৫%।

ad

পাঠকের মতামত