340170

সৌদির আরবের তেল রফতানি কমে গেল ৬২ শতাংশ

সারাবিশ্বে ছ;ড়িয়ে প;ড়া ম;হামারি কো;ভিড-১৯ এর কারণে পৃথিবীর জ্বা;;লানির চা;হিদা ব্যা;পকহারে ক;মে গেছে। ফলে এর প্র;ভাব পড়েছে তেল রফতানিকারক দেশগুলোর ইকোনোমির ও;পর।

ক;রোনার জে;রে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে উপসাগরীয় দেশ সৌদি আরবের তেল রফতানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ কমে গেছে।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে সৌদি আরবের সরকারি সংস্থা সৌদি জে;নারেল অ;থরিটি ফর স্ট্যা;টিস্টিকস এ তথ্য জানিয়েছে।

সৌদি জে;নারেল অ;থরিটি ফর স্ট্যা;টিস্টিকস বিবৃতিতে বলেছে, ২০২০ সালের ২য় প্রান্তিকে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক সৌদি আরবের তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ দশমিক ৮ বিলিয়ন রিয়াল।

কো;ভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপি অ;পরিশোধিত তেলের চা;হিদা ক;মে যাওয়ায় এই প;রিস্থিতি তৈরি হয়েছে বলে বি;বৃতিতে জানানো হয়েছে। গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূ;;ল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। যা আগের মাসের চেয়ে ০ দশমিক ৫ শতাংশ বেশি।

বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর জো;ট ওপেক ও এর মিত্ররা তেলের উৎপাদন ন;;জিরবিহীনভাবে ক;মিয়ে ফেলেছে। ওপেক এবং মি;;ত্ররা তেলের উৎপাদন দিনে ৯৭ লাখ ব্যারেল ক;মিয়েছে; যা বৈ;শ্বিক সরবরাহের ১০ শতাংশের সমান।

ad

পাঠকের মতামত