340164

সৌদিতে নারীদের জন্য চালু হল ডিজিটাল কলেজ!

নারীদের জন্য ডিজিটাল কলেজ চালু করলো সৌদি আরব। গত বুধবার দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ রাজধানী রিয়াদ ও জেদ্দায় আধুনিক প্রযু’ক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করতে নারীদের জন্য প্রথম বারের মতো দুটি ডিজিটাল কলেজ চালু করেছে সৌদি সরকার।

উদ্বোবধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি)-এর পরিচালক ড. আহমেদ ফুহাইদ। জানা যায়, শুধুমাত্র নারীদের প্রযুক্তি বিষয়ক শিক্ষাদানের জন্য ডিজিটাল কলেজ স্থাপন সৌদি আরবে এই প্রথম।

এখানের প্রযু’ক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা করার ব্যবস্থা থাকবে। নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজমেন্ট, মিডিয়া টেকনোলজি, সফটওয়ার, স্মা’র্ট সিটি, রোবটিকস টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্লিংসহ নানা বিষয় থাকবে কলেজ দুটিতে।

উদ্বোধন অনুষ্ঠানে হামাদ শেখ বলেন, ‘সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতায়ন ও সর্বোচ্চ সহায়তার মাধ্যমে নারীদের উন্নয়ন কর্মসূচির মূলভিত্তি হিসেবে রাখতে চান।

নারীদের কর্মসংস্থান, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মেধার মূল্যায়নের মাধ্যমে নারীর উন্নয়ন করা হবে। তাছাড়া সৌদি আরবের ভিশন টুয়েন্টি থার্টিন-এ জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর এ উদ্দেশ্য পূরণে টিভিটিসি কাজ করে যাচ্ছে।’টিভিটিসির তত্ত্ববাধানে উদ্বোধন হওয়া দুটি ডিজিটাল কলেজে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা পাঠদান করবেন।

এতে চার হাজারেরও বেশি নারী শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করতে পারবে। ডিজিটাল শ্রম বাজারের চাহিদা পূরণে প্রযু’ক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীরা ব্যাপক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ক্রমেই নানামুখী সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে সৌদি। এবার নারী শিক্ষায় যু’ক্ত হলো ডিজিটাল কলেজ।

ad

পাঠকের মতামত