340030

আল্লাহ ও মুসলমানদের শত্রুর সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালে দু’র্দশা ছাড়া কিছুই পাবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘা’তকতা করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের একহাত নিয়েছে ইরান। দেশটির জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এসব আরব দেশ দ’খলদার ইসরাইলের অপরা’ধয’জ্ঞে সহযোগিতা করছে।

বৃহস্পতিবার এক বি’বৃতিতে বাকের কলিবফ বলেন, আল্লাহ ও মুসলমানদের শ’ত্রুর সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানোর ফলে আরব রাষ্ট্রগুলো অপ’মান ও দু’র্দশা ছাড়া কিছুই পাবে না। তিনি আরব দেশগুলোকে এ ধরনের কর্মকা’ণ্ডের পরিণ’তির ভো’গের ব্যাপারেও হুঁ’শিয়ার করেন।

কলিবফ বলেন, মধ্যপ্রাচ্য, টেলিভিশন ও ইলেকশন শো-তে কী ঘ’টছে তা বিশ্ববাসীর কাছে বিশেষ করে মুসলিম উম্মাহ,আরব তরুণ ও নির্যা’তিত ফিলিস্তিনিদের কাছে মোটেই নতুন কিছু নয়। কয়েক বছর ধরে আঞ্চলিক কয়েকটি সরকার ইহুদিবাদী সরকারের র’ক্তমাখা হা’তে চু’মু খাচ্ছে এবং নি’র্যাতিত ফিলিস্তিনি জনগণের মুখে আঁচ’ড় কাট’ছে। তিনি বলেন, আরব বিশ্বাসঘা’তকরা ফিলিস্তিনিদের জন্য আরেকটি নাকাবা দিবসের জন্ম দিয়েছে।

ad

পাঠকের মতামত