339966

আল-আকসা মসজিদ ফের বন্ধের ঘোষণা

করোনার প্রাদুর্ভাবের কারণে আবারও মুসলমানদের ধর্মীয় তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ আবারও বন্ধ করে দেয়া হল। সংক্রমণ রোধে আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে মসজিদটি পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি ইসরাইল ও ফিলিস্তিনে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি বৈঠকে বসে মসজিদের ওয়াকফ কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিকাল থেকে পরবর্তী তিন সপ্তাহের জন্য মসজিদ ও এর সংলগ্ন এলাকায় প্রার্থনাকারীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় কমিটি।

সবার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে মসজিদে আজান দেয়া বন্ধ হবে না। সেই সাথে ওয়াকফের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

করোনা মহামারিকালে এই নিয়ে দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হল আল-আকসা মসজিদ। গত মার্চে করোনার প্রথম দফায় বন্ধ ঘোষণা করা হয়েছিল আল-আকসা।

ad

পাঠকের মতামত