339869

ভারতে মাছ পাঠিয়ে ইলিশে টান দেশে, দাবি বিক্রেতাদের

খুলনার রূপসা পাইকারি মাছ বাজার এখন সরগরম ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে। দেশি ও সামুদ্রিক মাছের পাশাপাশি রয়েছে রুপালি ইলিশ। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে ইলিশের সরবরাহ। এটা ভারতে ইলিশ রপ্তানির প্রভাব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হয়েছে খুলনার রুপসা পাইকারি মাছ বাজারের কেনাবেচা। বিভিন্ন আড়তে এসেছে নানা প্রজাতির মাছ। তাই বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

তবে এক সপ্তাহের ব্যবধানে খুলনার পাইকারি মাছ বাজারে কমেছে ইলিশের সরবরাহ। বিভিন্ন সাইজের ইলিশের পাশাপাশি জাটকা ইলিশও দেখা গেছে কয়েকটি আড়তে। দামও কিছুটা বাড়তি। বিক্রেতারা বলছেন, ভারতে ইলিশ রপ্তানির প্রভাব এটি। একজন বলেন, ‘বড় মাছ যা ছিলো তা ভারতে চলে গেছে।’

আরেকজন বলেন, ‘ভারতে ইলিশ পাঠানোর পর কেজিতে ১০০-১৫০ টাকা বেড়ে গেছে।’ সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দেশি প্রজাতির ভেটকি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের দাম। এদিকে কাঙ্খিত দামে ইলিশ না পেয়ে হতাশ ক্রেতারা। মাছের দাম নিয়েও রয়েছে মতপার্থক্য।

ভরা মৌসুম ছাড়াও সারা বছর খুলনা থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকারও বেশি দেশি, হাইব্রিড ও, সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। সূত্রঃ সময় টিভি

ad

পাঠকের মতামত