339775

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী সদস্য হল বাংলাদেশ

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতিসংঘের তিনটি অঙ্গ সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডে সদস্য নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২০২৩ মেয়াদের জন্য গঠিত কমিটির নির্বাচনে বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। এতে বলা হয়, ১ জানুয়ারি ২০২১ থেকে নবনির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে।

৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর আটটি অঙ্গ সংস্থার এই নির্বাচন জাতিসংঘ সদর দপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

ad

পাঠকের মতামত