339566

গরুর অভাবে নিজেই টানতেন ঘানি, গরু কিনে দিলেন প্রধানমন্ত্রী

২৫ বছর ধরে গরুর অভাবে নিজেই ঘানি টানতেন লালমনিরহাটের হতদরিদ্র ছয়ফুল-মোর্শেদা দম্পতি। পত্রিকায় সে খবর পড়ে তাদের একটি গরু ও নগদ টাকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামে ছয়ফুল ইসলাম বসবাস করছেন। নিজেই ঘানি টানছেন এবং তার স্ত্রী মোর্শেদা বেগম এ কাজে তাকে সহযোগিতা করে আসছেন।

হতদরিদ্র এই দম্পতি প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা ঘানি টেনে যে পরিমাণ তেল ও খৈল উৎপাদন করেন, তা বিক্রি করে ৩ সন্তানসহ ৫ জনের সংসার চালান।

গত বুধবার এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন প্রকাশ পায়। সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। বঙ্গবন্ধু কন্যা ঘানি টানার জন্য ছয়ফুল-মোর্শেদা দম্পতিকে একটি গরু এবং

গরুটির রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য ১০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক বৃহস্পতিবার একটি গরু ও ১০ হাজার টাকা ছয়ফুল ইসলামকে হস্তান্তর করেন।

ad

পাঠকের মতামত