334533

রামমন্দির মা’মলার রায় দেওয়া প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ করোনা আক্রা’ন্ত

রামমন্দির মা’মলার রায় দেওয়া প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ করোনা আক্রা’ন্ত
আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো শুরুর কয়েক ঘণ্টা আগেই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের করোনা আক্রা’ন্ত হওয়ার খবর প্রকাশ্যে এল। রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ নিজেই এই খবরের সত্যতা স্বীকার করেছেন। রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চই অযোধ্যা মা’মলার রায় দিয়েছিলেন। এবার সেই রাম মন্দিরের ভূমি পুজো বা প্রতিষ্ঠা দিবসেই নোভেল করোনাভাইরাসে আক্রা’ন্ত হলেন মা’মলার রায় দানকারী সুপ্রিম কোর্টর প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

বুধবারই বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রাম মন্দির তৈরির প্রথম ইটটি স্থাপন করবেন। বিশেষ এই দিনেই এবার করোনা আক্রা’ন্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি আবার রাজ্যসভার মনোনীত সাংসদও।

২০১৯ সালের ৯ নভেম্বর তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মা’মলার ঐতিহাসিক রায় দিয়েছিল। এমন একটি দিনে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈয়ের করোনা আক্রা’ন্ত হওয়ার খবর এল যেদিন রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান।

প্রধান বিচারপতির পদ থকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন রঞ্জন গগৈ। বিরোধীরা গগৈয়ের সাংসদ পদে বসার বিষয়টিকে রাম মন্দির মা’মলার রায় দানের ‘পুরস্কার’ হিসেবে বর্ণনা করেন।

বিষয়টি নিয়ে বিস্তর জলঘো’লা হয়। গত কয়েকদিনে দেশের একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী করোনা আক্রা’ন্ত হয়েছেন। করোনা আক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কর্নাটকের বর্তমান ও প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী করোনা আক্রা’ন্ত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন। আমজনতার পাশাপাশি দেশের একাধিক প্রথম সারির রাজনীতিবিদ ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ত্বরা গত কয়েকদিনে করোনা আক্রা’ন্ত হয়েছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন দেশেরপ্রাক্তন প্রধান বিতারপতি রঢ্জন গগৈ।-কলকাতা২৪×৭

ad

পাঠকের মতামত