334473

একদিনে ১১ শিশুর মৃ’ত্যু পানিতে ডুবে

নিউজ ডেস্ক।। দেশের ছয় জেলায় পানিতে ডুবে একদিনে ১১ শিশুর মৃ’ত্যু হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল ও পটুয়াখালীতে ৩ জন করে, কুমিল্লায় ২ জন এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরে একজন করে মা’রা গেছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভাই-বোন এবং মির্জাপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃ’ত্যু হয়েছে। নি’হ’তরা হলেন- খুশি (৪), আবির হোসেন (৩) এবং নওশাদ হোসেন (১৩)। এদের মধ্যে খুশি ও আবির বন্যার পানিতে ডুবে এবং নওশাদের মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে মা’রা যায়।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে ৩ বোনের মৃ’ত্যু হয়। তারা হলেন- মাহফুজা বেগম (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)।

কুমিল্লার আছাদপুর ইউনিয়নের খো‌দেদাউপু‌র গ্রা‌মে দিঘীতে ডু‌বে ২ শিশু মা’রা গেছে। নি’হতরা হলেন- আপতাহি (১৩) ও তার খালাত ভাই সাকিব (১১)। গোসল করতে গিয়ে তাদের মৃ’ত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের ভুরভু‌রিয়া গ্রা‌মে পুকু‌রে ডু‌বে জয়নাল আবেদীন নামে এক শিশুর মৃ’ত্যু হয়।

ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে বন্যার পানিতে ডুবে ৩ বছরের শিশু সোহাগের মৃ’ত্যু হয়েছে।

এছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাফিজা নামে ৪ বছর বয়সী এক শিশু মা’রা গেছে।

ad

পাঠকের মতামত