334447

ইলিশের কেজি ৬০০-৭০০ টাকা , সবজির বাজার চড়া

নিউজ ডেস্ক।। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কারওয়ান বাজারের কাঁচা বাজার ও মাছের বাজার ঘুরে দেখা গেছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে খুবই কম মূল্যে।

বাজারে যারা গিয়েছেন তাদের সবার হাতেই দুই থেকে চারটি ইলিশ মাছ দেখা গেছে। তবে সবজির বাজারে গিয়ে হতাশ হয়েছেন সব ক্রেতাই। প্রত্যেকটি পন্য বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। ঈদের আগে ব্যাপারিরা বলেছিলো সরবরাহ কম। এখন বলছে বন্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

বাজারে করোলা ৭০, গাজর ৯০, টম্যাটু ১২০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৫০, লতি ৬০, মূলা ৬০, উস্তা ৬০, পেপে ৫০, ভেন্ডি ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

সাইজ ভেদে লাউজ বিক্রি হচ্ছে ৪০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে। তবে এখনো দাম বৃদ্ধি পায়নি পেঁয়াজের। বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৬ টাকা করে। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

তবে এত নাভিশ্যাসের মধ্যেও মাছের বাজার ছিলো খুবই সস্তা। এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার টাকা কেজিতে। ৬০০-৭০০ গ্রাম ইলিশি মাছ বিক্রি হয়েছে ৫৫০-৬০০ টাকা করে। এর থেকে ছোটো সাইজের ইলিশ মাছ বিক্রি হয়েছে ৩০০-৪০০ টাকা কেজিতে।

ছোট সাইজের দেশি কোই বিক্রি হয়েছে ২০০ টাকা করে। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। এছাড়া অন্যান্য মাছের দামও ছিলো তুলনামূলক কম দাম।

ad

পাঠকের মতামত