334437

আত্মহ’ত্যা থেকে বাঁ’চাবে স্প্রে!

নিউজ ডেস্ক।। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশন আত্মহ’ত্যার চিন্তা দূর করতে ‘স্প্রেভাটো’ নামে নাকের একটি স্প্রে’কে ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে।

তবে এটি সকলের জন্য নয়। অবসাদের সমস্যা কাটাতে অন্য প্রচলিত ওষুধ যাদের কাজ না করে, জনসন অ্যান্ড জনসনের তৈরি এই স্প্রে শুধু তাদের জন্য।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনাকালের এই বন্দী জীবনে নিজেকে সুস্থ রাখার জন্য সমাজ থেকে শারীরিকভাবে দূরে থাকা, ‘নিউ-নর্মাল’ বলে মেনে নিতে কষ্ট হচ্ছে বিশ্ব জুড়েই। কিন্তু কারও কারও কাছে তা অসহনীয় হয়ে উঠছে। মার্কিন প্রশাসনের বিশেষ চিন্তা তাদের নিয়ে, যাদের ডিপ্রেশনের গুরুতর সমস্যা রয়েছে।

এই সংখ্যাটা আমেরিকায় ১ দশমিক ৭ কোটির কাছাকাছি। তাদের ১১-১২ শতাংশের মধ্যে আত্মহ’ত্যার প্রবণতা রয়েছে। সরকারি অনুমোদন পেয়ে যাওয়ায় এই ধরনের মানুষের জন্য ওষুধটি খুব শিগগিরই বাজারে আনার পথ খুলে গেল বলে জানিয়েছে এর নির্মাতা সংস্থা। গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬০০০ মানুষের ওপর এটি পরীক্ষা করে দেখা হয়েছে।

ad

পাঠকের মতামত