334162

ভেজাল ম’দপানে ২১ জনের মৃ’ত্যু

ডেস্ক রিপোর্ট।। ভারতের পাঞ্জাবের কয়েকটি জেলায় বি’ষা’ক্ত ম’দ খেয়ে অন্তত ২১ জনের মৃ’ত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। ঘটনা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের ত’দন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁ’শিয়া’রি দেন তিনি।

বলেন, অমৃতসর, গুরদাসপুর এবং তারন তারানে স’ন্দেহজনক ভেজাল ম’দ খেয়ে মৃত্যু’র ঘটনা অনুসন্ধানে বিভাগীয় ত’দন্তের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসএসপি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কমিশনার, জলন্ধর বিভাগ এ ত’দন্ত পরিচালনা করবে। দোষী সাব্যস্ত কাউকে রেহাই দেওয়া হবে না।’

সরকারি বিবৃতিতে বলা হয়, অমৃতসর, বাতালা এবং তারন তারান জেলায় বুধবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই রাতে অমৃতসর জেলার মুছল ও টাঙ্গরা গ্রামে ৫ ব্যক্তি মা’রা যান। যার মধ্যে মুছলের ৪ জন।

স্থানীয়রা বার্তা সংস্থা এএনআইকে জানান, গ্রামের কিছু মানুষ তাদের বাড়িতে অবৈধভাবে ম’দ তৈর করে। পুলিশের কাছে অ’ভিযোগ থাকার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানানো হয়।

মৃ’ত্যুর ঘটনা তদন্তে জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ad

পাঠকের মতামত