330652

ক্র’সফায়ারে দেয়া উচিত রিজেন্ট কে’লেঙ্কারিতে জড়িতদের: এমপি হারুন

নিউজ ডেস্ক।। কোভিড-১৯ পরীক্ষার নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন-ম’রণ নিয়ে ছিনিমিনি খেলা করা রিজেন্ট হাসপাতালের সঙ্গে জ’ড়িতদের ক্র’সফায়ার দিয়ে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হারুন বলেন, ‘আপনি মা’দকাসক্ত-মলম পার্টির লোকদের ধরে ক্র’সফায়ার দিচ্ছেন। অথচ এতো বড় অ’পকর্ম করলো এখন পর্যন্ত সে গ্রে’ফতার হয়নি। সে কোথায় আছে?’

‘এই হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্তৃপক্ষ তাদের অগোচরেই কি এ সব অ’পকর্ম হয়েছে’-প্রশ্ন রাখেন হারুন।

তিনি বলেন, মানুষের জীবন-মৃ’ত্যু নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বাঁ’চিয়ে রাখা উচিত নয়, তাদের ক্র’সফায়ারে দেয়া উচিত।

এই সংসদ সদস্য আরও বলেন, করোনা টেস্টের লাইসেন্স যাদের দেয়া হয়েছে, সেগুলোতে অ’নিয়ম-দু’র্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বি’বেচনা করা হয়েছিল বলেই, যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেয়া হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদফতরের যে বেহাল দশা, আগেই বলেছি এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেন।

হারুন বলেন, রাজধানী ঢাকার মতো জায়গায় রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার দেদারসে ভু’য়া প্রত্যয়নপত্র দিয়েছে। এক দুইটি নয়, ছয় হাজারের বেশি এবং তারা আবার সরকারের কাছেও টাকা দাবি করেছে। উৎস: যুগান্তর ও দিনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত