330213

ভারতে কোভিডে শনা’ক্ত ২৪২৪৮, মৃ’ত ৪২৫

নিউজ ডেস্ক।। ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার বেড়ে ভারতে মোট আ’ক্রান্ত ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানান।

এ নিয়ে দেশে মোট মৃ’ত্যু হল ১৯ হাজার ৬৯৩ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃ’ত্যু হয়েছে আট হাজার ৮২২ জনের। রাজধানী দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃ’ত্যু সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭-তে। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন এক হাজার ৯৪৩ জন।

গত মাসের শেষ দিক থেকে তামিলনাড়ুতেও ধারাবাহিক ভাবে বাড়ছে করোনার জেরে প্রা’ণহানি। যার জেরে দক্ষিণের এই রাজ্যে মোট মৃ’ত এক হাজার ৫১০ জন। উত্তরপ্রদেশ (৭৮৫), পশ্চিমবঙ্গ (৭৫৭) ও মধ্যপ্রদেশে (৬০৮) মৃ’ত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃ’ত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৪৫৬), কর্নাটক (৩৭২), তেলঙ্গানা (২৯৫), হরিয়ানা (২৬৫), অন্ধ্রপ্রদেশ (২৩২), পঞ্জাব (১৬৪) ও জম্মু ও কাশ্মীর (১৩২)।

আ’ক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখন দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা সক্রিয় করোনা আ’ক্রা’ন্তের সংখ্যার চেয়ে বেশি। রবিবারই সুস্থ হওয়ার সংখ্যাটা চার লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৫০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট চার লক্ষ ২৪ হাজার ৪৪৩ জন করোনার কবল থেকে মুক্ত হলেন।

ad

পাঠকের মতামত