324077

মৃ’ত্যুর কাছে হেরে গেলেন চিকিৎসক রুমি

করোনা উপসর্গ নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অবশেষে চলেগেলেন সব মায়ার বাধন ত্যাগ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক এস এম জাফর হোসাইন রুমি। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয় বলে জানিয়েছেন মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক।

পরিচালক জানালেন, ডা. রুমি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যুবরণ করেছেন। এর আগে আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিন্তু দুইবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

জানা যায় গত ১৬ মে শ্বাসকষ্ট নিয়ে শিশুরোগ বিভাগের এই চিকিৎসক হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ১৯ মে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

ad

পাঠকের মতামত