324131

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার খবর সঠিক নয়

নিউজ ডেস্ক।। ‘সরকারের অনুমোদন না পেলেও নিজেদের উদ্ভাবিত ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিট দিয়ে করোনাভাইরাসের পরীক্ষা শুরু করবে গণস্বাস্থ্য কেন্দ্র’ মিডিয়াতে সঠিকভাবে এই খবর তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মিডিয়াতে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের জি আর কোভিড ১৯ রেপিড ডট ব্লট কিটের পরীক্ষা শুরু করবে বলে যে খবর বেরিয়েছে তা সঠিকভাবে উল্লেখ করা হয়নি।

আমাদের বক্তব্য হলো- গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদিত জিআরকোভিড ১৯ রেপিড ডট ব্লট কিটের আভ্যন্তরীন গুনগত মান পরীক্ষার (Internal Validation) ক্লিনিকেল ট্রায়ালের অংশ হিসাবে আগামী ২৬ মে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কোভিড ১৯ এর লক্ষণ আছে, এরকম ৫০ জন রুগীর নিকট হতে বিএমআরসি অনুমোদিত নিয়মে আগে আসলে আগে নেয়া হবে।

এই ভিত্তিতে লালা (Saliva) এবং রক্ত (Blood) উভয় বা যে কোন একটি নমুনা সংগ্রহ করা হবে। এই নমুনা সংগ্রহ গবেষণার অংশ, কোন সেবা বা রোগ নির্ণয়ের অংশ নয়।

ad

পাঠকের মতামত