323155

স্বরূপে ফিরেছে ঢাকা

নিউজ ডেস্ক।। সীমিত পরিসরে কেনাকাটা, অঘোষিত লকডাউন কিংবা সরকারি ছুটি সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের রূপে ফিরছে ঢাকা। প্রধান প্রধান বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকলেও ফুটপাতগুলোতে চলছে ঈদের শপিং।

যাত্রীবাহী বাস ছাড়া কী নেই সড়কে। সবই চলছে দেদারছে। সকাল থেকে রীতিমতো যানজটে ধুঁ’কছে রাজধানী।

সং’ক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে শপিংমল। নিউমার্কেট, গাউছিয়া, নূরজাহান কিংবা চাঁদনীচকের মতো মার্কেটগুলো বন্ধ থাকলেও ফুটপাতে বসেছে পণ্যের পসরা। ভিড় করছে মানুষ, নেই সামাজিক দূরত্বের বালাই।

গুলিস্তানের পথেও একই চিত্র। দোকানিদের দাবি পেটের দায়েই দোকান খুলেছেন তারা।

মাঝে মাঝে পুলিশ আসার ভ’য়ে পড়িমরি করে দোকান বন্ধ করছেন সবাই, কিছুক্ষণ বিরতির পর আবারও খুলছেন।

কিছু ক্ষেত্রে অনেকেরই নেই স্বাস্থ্য সুরক্ষার ন্যূনতম ইচ্ছেও। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় প্রতিদিনই আক্রান্ত ও মৃ’তের সংখ্যা বাড়ছে। এভাবে চললে পরিস্থিতি কোথায় যেতে পারে তা সবাই জানেন বোঝেন তারপরও মানুষ রাস্তায় নামছেন, করছেন ঈদ শপিং। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত